এলাকার স্থানীয় লোকজনদের কাছ থেকে জানা যায়, গতকাল শুক্রবার রাত বাড়ি ফিরেন খাতাওয়ালা ফারুক মিয়া সাহেবের ছেলে, আব্দুল হাই ছালেক। সাথে নিয়ে আসেন বাজার থেকে তার দুই মেয়ের জন্য নতুন পোশাক এবং কিছু ফল সামগ্রী। তারপর দুই মেয়েকে নতুন পোশাক পরিয়ে এবং ফল সামগ্রী দিয়ে, হঠাৎ রাত উদাও হয়ে যান ঘর থেকে।
পরবর্তীতে আজ ভোরে তাকে স্বজনরা খুঁজে না পেয়ে এদিক ওদিক ছোটাছুটি করতে থাকে, তারপর বাড়ির পাশে হঠাৎ তার মরদেহ পাওয়া যায়। মরদেহের পাশে ছিল একটি পানির বোতল এবং পটাশ নামক কিছু বিষাক্ত দ্রব্য সামগ্রী। তাছাড়াও তার ঘরের মধ্যে পাওয়া যায় কাফনের কাপড়সহ একটি চিঠি। তাই এ বিষয়টি নিয়ে এলাকার সকলেই রয়েছেন কৌতুহলের মধ্যে, জানা যায়নি এখনো মৃত্যুর আসল রহস্য।
ঘটনাস্থলে উপস্থিত ছিলেন এলাকার চেয়ারম্যান- মেম্বার সহ আরো অনেক স্থানীয় লোকজন। বর্তমানে মরদেহটি রয়েছে পোসমডামের জন্য জকিগঞ্জ থানার পুলিশের আওতাধীন। পোসমাডাম শেষেই জানা যাবে মৃত্যুর আসল রহস্য! এ ব্যাপারে পরবর্তী আপডেট পেতে আমাদের পেইজটি ফলো দিয়ে রাখুন।
0 Comments